প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:০৪ পিএম |

অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা ২৫ মে দুপুরে পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন মোড়ল, সাবেক চেয়ারম্যান গাজী আকরাম হোসেন, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, সাবেক ছাত্রনেতা সৈয়দ কামরুজ্জামান, সাবেক মেম্বর শামছুর রহমান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আলম বাচ্চু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ শিক্ষক মন্ডলী, ইউপি সদস্য বৃন্দ ও সুধীজন।
বাজেট উপাস্থাপনা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. সিদ্দিক আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য হালিমা পারভীন।
এসময় ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭শ টাকা বাজেট ঘোষণা করা হয়। বাজেটে শিক্ষা খাত, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।