প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:১৫ পিএম আপডেট: ২৫.০৫.২০২৩ ১০:১৯ পিএম |

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ২০২৩-২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৫ মে বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে বাজেট এ ঘোষণা করা হয়। উৎসবমুখর পরিবেশে বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
এ বছর বাজেটের পরিমাণ ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা। উদ্বৃত্ত ৮২ হাজার টাকা।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া উদ্বৃত রয়েছে ৪০ হাজার টাকা।
উন্নয়নে আয় ১ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা, ব্যয় ১ কোাট ৬৭ লাখ, উদ্বৃত ৪২ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আব্দুল হাফিজ, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।