প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:৩৫ পিএম |

যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ঈশান হোসেন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। সে ওই গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের চাচা ইকবাল হোসেন জানান, একই গ্রামের মোহম্মদ গোলামের কাছে তার ভাই বিল্লাল হোসেন ধান ভাঙা মেশিনের ভাড়ার টাকা পাবেন। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ না করে তালবাহানা করে আসছিলেন গোলাম। বুধবার সকালে ভাইপো ঈশান টাকা চাইতে গেলে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন গোলাম। ঈশানস এ ঘটনা বাড়িতে এসে জানালে তার ভাই বিল্লাল হোসেন ও প্রতিবেশী গোলামের কথা কাটাকাটি হয়। সন্ধ্যা ৭ টায় গোলামের নেতৃত্বে রবিউল, আকমল, শরিফ, উবায়দা, রারেবসহ ১০/১২ জন বিল্লারের বাড়িতে হামলা করেন বলে অভিযোগ। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তার ছেলে ঈশানকে মারপিট করে ডান হাত ভেঙে দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।