প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ৩:৫৯ পিএম |

আসন্ন বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ ৯টি দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপনারা অবগত আছেন, গত ২০২২-২৩ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা ক্ষাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ১৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা ক্ষাতে বরাদ্দ ছিল মাত্র হাজার ৭২৭ কোটি টাকা।
তারা বলেন, ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা উচিত। যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে কারিগরি ও মাদ্রাসায় ২টি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। যার কারণে মাদ্রাসায় শিক্ষায় তেমন কোন অগ্রগতি নেই।