প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:২৯ পিএম |

জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালের জন্মদিন আজ। তিনি শ্রী রাওয়াল কেতন মেহতা নির্দেশিত ছবি সরদার-এ স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল চরিত্রে অভিনয় করে সবার মন কেড়েছিলেন। সব ধরণের চরিত্রেই সাবলীল বলিউডের অন্যতম ভার্সাটাইল এই অভিনেতা। পরেশ রাওয়াল ১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমার মধ্য দিয়ে অভিনয় সফর শুরু। তিনি কৌতুক শিল্পী, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। তিনি হিন্দি চলচ্চিত্রে তাঁর কাজের জন্য

সুপরিচিত ও বিখ্যাত। ২৪০ টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।
পরেশ রাওয়াল ৩০ মে, ১৯৫০ সালে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। পরেশ রাওয়াল এনএম কলেজে পড়াশোনা করেন। ১৯৭৯ সালের মিস ইন্ডিয়া খেতাব জয়ী অভিনেত্রী স্বরূপ সম্পতকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে আদিত্য রাওয়াল

ও অনিরুদ্ধ রাওয়াল।
১৯৮৬ তে নাম ছবিতে তার অভিনয়শক্তি সবার সামনে প্রকাশ পায়। তিনি ১৯৮০-১৯৯০ সালের মধ্যেই একশতাধিক সিনেমাতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ফেলেন। তার মধ্যে কব্জা, দৌড়, কিং আঙ্কল, বাজী, রাম লখন ইত্যাদি উল্লেখযোগ্য।
তিনি আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান। তার অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য। এই বয়সেও তিনি বলিউডের কমেডি সিনেমার অন্যতম আকর্ষণ।