প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:৩৮ পিএম |

ভারতের জম্মুতে মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ছিটকে সেতু থেকে নীচে পড়ে যায়। ভয়াবহ এ বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে।
যাত্রীবোঝাই বাসটি সড়ক থেকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বাসটি সড়কের নীচে উল্টে পড়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের জম্মুতে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।