প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ২:৪২ পিএম |

দুই এক বছর কিংবা পাঁচ-সাত বছর নয়, দশ বছরের ব্যবধান। অসম বয়সী ব্যক্তির সঙ্গে প্রেম এবং বিয়ের উদাহরণের অভাব নেই বলিউড ইন্ডাস্ট্রিতে। ঐশ্বরিয়া-অভিষেক থেকে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, আলিয়া ভাট-রণবীর কাপুর ছাড়াও তালিকায় রয়েছে অনেক তারকা। কয়েকদিন আগেই ৬০ বছর বয়সী অভিনেতা আশিসের সঙ্গে বিয়ে হয় রূপালির।
ইন্ডাস্ট্রিতে এভাবে অসম বয়সী বিয়ের কমতি হয়তো দেখা যাবে না। এবার দীর্ঘ ২১ বছরের ব্যবধান দেখা গেল হিন্দি টেলিভিশনের ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্নেহাল রাই এবং রাজনীতিবিদ মাধবেন্দ্র কুমার রাইয়ের মাঝে।
দু’জনের মধ্যে বয়সের দীর্ঘ পার্থক্য থাকলেও বিয়ের এ কথা প্রকাশ্যে আনলেন ১০ বছর পর। এতদিন দর্শকসহ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা জানতেন তিনি অবিবাহিত। তবে সম্প্রতিই উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা মাধবেন্দ্রের সঙ্গে বিয়ের কথা জানান স্নেহাল। এরপরই প্রশ্ন উঠেছে এতদিন বিয়ের কথা কেন আড়ালে রেখেছিলেন অভিনেত্রী।
‘ইশক কা রঙ সফেদ’, ‘ইচ্ছেধারী নাগিন’, ‘বিষ’ জন্ম কা বন্ধন’, ‘পারফেক্ট পতি’ এবং ‘ভিশ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের এ অভিনেত্রী বিয়ের কথা আড়ালে রাখার কারণও জানিয়েছেন। আনন্দবাজার পত্রিকার খবর, স্নেহাল বলেন, তারকাদের বিবাহিত জীবন প্রকাশ্যে না আনলেও চলে।
এছাড়া টিভি নাইনের খবর অনুযায়ী অভিনেত্রীর ভাষ্য, বিয়ের কথা লুকিয়ে রাখেননি তিনি। এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করেননি, এ কারণে বিয়ে নিয়ে কথা বলার প্রয়োজনও মনে করেননি।
তাহলে এ সময় হঠাৎ করেই কেন বিবাহিত জীবনের কথা প্রকাশ্যে আনলেন। এ ব্যাপারে খোলামেলা জানিয়েছেন অভিনেত্রী। শিগগিরিই বিবাহিতদের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন। তাই অনেকটা যেন বাধ্য হয়েই বিয়ের কথা জানালেন স্নেহাল।