বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ
বড় জয় পেয়েছে প্রাইম ও সূর্য শিখা
ক্রীড়া সংবাদ:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:১১ পিএম |
বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার আবারও মাঠে গড়িয়েছে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এদিনের ম্যাচে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ৯২ রানে আডের্ন্সি স্পোর্টিং ক্লাবকে। অপর ম্যাচ সূর্য শিখা ১২০ রানে হারায় যশোর বয়েজ ক্লাবকে। 
প্রাইমের এটি ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তারা তিন ম্যাচে দু’টিতে জয় পেয়েছে। পরাজিত হয়েছে একটি ম্যাচে। আর্ডেন্সি দু’টি ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই পেয়েছে পরাজয়ের স্বাদ। সূর্য শিখা দু’টি ম্যাচে অংশ নিয়ে একটিতে জয় অপর ম্যাচে পরাজিত হয়েছে। সমসংখ্যক ম্যাচে অংশ নিয়ে দু’টিতেই পরাজিত হয়েছে যশোর বয়েজ ক্লাব। 
সকালে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের এ ম্যাচে প্রাইম আট উইকেট হারিয়ে ২২৫ রান করে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৩ রান সংগ্রহ করে আর্ডেন্সি। এর ফলে ৯২ রানে জয় পায় প্রাইম। 
প্রাইমের ব্যাটিং ইনিংসে নাদিম ৪৫ বলে ছয়টি চার ও দু’টি ছয়ে ৪৬, হাসিব ১১ বলে তিনটি চারে ১৪, তন্ময় ৪৮ বলে আটটি চার ও দু’টি ছয়ে ৫২, সুমন ১৬ বলে তিনটি ছয়ে ২৬, অনিক ১১ বলে দু’টি চার ও ছয়ে ২২,  ইসতিয়াক সাত বলে একটি ছয়ে ১০ ও সিয়াম আট বলে তিনটি চারে অপরাজিত ১৭ রান করেন। 
বল হাতে আর্ডেন্সির ফাহিম ৪৬, স্বাধীন ৩৭, মমিনুল ২৯ ও আল মামুন ৩৭ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। এছাড়া একটি উইকেট নিয়েছেন আলিফ। 
আর্ডেন্সির ব্যাটিং ইনিংসে আল মামুন ৩৩ বলে তিনটি চার ও একটি ছয়ে ২৬, তাসিন ১৭ বলে দু’টি চারে ১২, স্বাধীন ২১ বলে ১১, জাহিদ ১৩ বলে চারটি চারে ২২ ও আলভী ১৮ বলে একটি চার ও ছয়ে ১৬ রান করেন। 
বল হাতে প্রাইমের অনিক ৩০ রানে তিনটি, রাফি ১৬ ও ফাহিম ২০ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট দখল করেছেন ইসতিয়াক ও হাসিব। 
একইস্থানে দুপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে সর্বোচ্চ ২৮৩ রানের দলগত ইনিংস গড়ে সূর্য শিখা। জবাব দিতে নেমে ২০ ওভার এক বলে ১৬৩ রানে গুটিয়ে যায় যশোর বয়েজের ইনিংস। এর ফলে সূর্য শিখা জয় পায় ১২০ রানে জয় পায়। 
সূর্য শিখার তানভীর ২০ বলে পাঁচটি চার ও তিন ছয়ে ৪৩, পরশ ২১ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৪০, আশিক ১৬ বলে দু’টি চার ও একটি ছয়ে ২১, হাসান আলী ২৩ বলে চারটি চাওে ২১, শাওন ১১ বলে চারটি চারে ১৯, সূর্য ৩০ বলে দু’টি চার ও তিন ছয়ে অপরাজিত ৪৪, মাসুম হোসেন ২২ বলে চারটি চার ও ছয়ে ৪৬ ও তানভীর হোসেন ছয় বলে দু’টি চারে ১২ রান করেন।
বল হাতে যশার বয়েজের ইবাদুল হক মনি ৪২ রানে ও রাফিদ হাসান ৫৬ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আবু সাঈদ, কল্লোল ও আজিজুর ইসলাম। 
যশোর বয়েজের ব্যাটিং ইনিংসে ইব্রাহিম মোল্লা সাত বলে দু’টি ছয়ে ১৩, রাফিদ হাসান ৩০ বলে সাতটি চারে ৩৬ ও রাকিবুল ৫২ বলে সাতটি চার ও তিন ছয়ে ৬২ রান করেন। বল হাতে সূর্য শিখার পরশ ৪৭ রানে চারটি, শাওন ৩০ ও সূর্য ১৬ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বাদল ও তানভীর হোসেন।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
শিক্ষক রবিউলের বিরুদ্ধে এবার দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
চালপড়া খাওয়ানোর কথা বলে পরিবহন চালককে হত্যার চেষ্টা
যুবককে পিলারে বেঁধে মারপিট বাবা-ছেলে আটক
দেয়াড়ায় বিএনপির যৌথসভা
দেয়াড়ায় বিএনপির যৌথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft