প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:১৪ পিএম |

দশ দিনব্যাপী চলা যশোরে তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষয়ণ জুডো প্রশিক্ষণের সমাপনী ঘটেছে মঙ্গলবার। জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারির তৃতীয় তলায় প্রশিক্ষণে সফলতা অর্জনকৃত আটজন কিশোর ও সমসংখ্যক কিশোরীকে সনদ প্রদান করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনীদিনে
বাংলাদেশ আনসার ও ভিডিপি যশোরের কমান্ডার সনজয় কুমার সাহা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
জুডো পরিষদের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠান সঞ্চালন করেন জুডো পরিষদের সম্পাদক সৈয়দ আলি আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জুডোর জাতীয় প্রশিক্ষক এ কে এম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান প্রমুখ।