বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
চৌগাছায় সাবেক রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পালিত
চৌগাছা (যশোর) অফিস:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:২৮ পিএম |
যশোরের চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন, জিয়ার স্মৃতিচারণে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।
দুপুর দুইটায় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাহিদুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা বিএম আজিম উদ্দিন, হুসাইন আহমেদ, সর্দার আনিছুর রহমান, ইয়াকুব আলী, মুসা খা, আলী আকবর, আলা উদ্দিন, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, মহিদুল ইসলাম, প্রভাষক জহুরুল ইসলাম, খাইরুল ইসলাম, মজনুর রহমান, আঃ রহিম, আঃ আলিম, যুবনেতা আরিফুল ইসলাম ওয়াসিম, সালাউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, এম ইলিয়াস, উজ্জল হোসেন, মাসুম বিল্লাহ, কৃষকদল নেতা আজগার আলী, শাহিনুর রহমান শাহিন, মনিরুল ইসলাম, ছাত্রদল নেতা মাজিদুল ইসলাম, এম আব্দুল্লাহ, আল আমিন, ইমরান হোসন, আরিফুল ইসলাম, রাব্বিসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খাবার বিতরণ পূর্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকেলে বাজারস্থ মেইন বাসস্ট্যান্ডে ধনি প্লাজার সামনে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস আলী, এমএ সালাম, আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, তরিকুল ইসলাম ডবলু, বিএনপি নেতা আঃ মুজিদ, আবুল কালাম, আঃ খালেক, ওহিদুল ইসলাম ভোদড়, এড. আলীবুদ্দিন খান, কাজী আব্দুল হামিদ, আব্দুল লতিফ লতা, উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, যুবনেতা মঈন উদ্দিন, ফারুক হোসেন, আলম দফাদার, রাজু দফাদার, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, আবু বকর, শফিকুল ইসলাম, কামরুল ইসলাম, জামাল হোসেন, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, মোঃ রকি, মেহেরান হোসেন জিতু, মোবারক হোসেন, হাকিম রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
বিকেলে নেতৃবৃন্দ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বৃষ্টিতে পন্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
মা ও নবজাতকের পথ দু’টি দিকে গেছে বেঁকে
রিকশা চালক আব্দুর রহমানকে সহযোগিতার আবেদন
বঙ্গমাতায় বসতপুর বঙ্গবন্ধুতে ধোপাদী স্কুল চ্যাম্পিয়ন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বরিশাল বিএনপি, দলীয় রোড মার্চ কর্মসূচিতে সংঘর্ষের শঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft