প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৪০ পিএম |

প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৩১ মে) দক্ষিণ উপকূলে অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্প আঘাত হানা ওই অঞ্চলের বেশিরভাগই জনবসতিহীন।
নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। মূল ভূখ-ে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
ভূমিকম্প কেন্দ্রস্থলের নিকটতম শহর ইনভারকারগিলের একজন সিটি কাউন্সিলের কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে- এমন কোনো খবর পাওয়া যায়নি।