বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
ফরাসি ওপেনের শুরুতেই অঘটন
ক্রীড়া ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:৪২ পিএম |
ফরাসি ওপেনের শুরুতেই ঘটে গেল অঘটন। যে অঘটনের কথা চিন্তা হয়তো করতে পারেননি অতি বড় টেনিস বিশেষজ্ঞও, সেটাই ঘটল মঙ্গলবার। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বর বনাম ১৭২ নম্বরের লড়াইতে চোখ বুজে যে কেউ এটাই আশা করবেন যে ম্যাচ ২ নম্বরে থাকা খেলোয়াড় জিতবেন। কিন্তু সকলকে চমকে দিয়ে ঠিক এর উল্টো ঘটনাই ঘটে গেল। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই ঘটে গেল অঘটন। বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন ফরাসি ওপেন থাকা। আর তাঁকে হারালেন বিশ্ব র‌্যাঙ্কিং-এর ১৭২ নম্বরে থাকা থিয়াগো ওয়াইল্ড।
পাঁচ সেটের টানটান উত্তেজনার লড়াইতে দানিল মেদভেদেভকে শেষ পর্যন্ত হার স্বীকার করতে হল। ম্যাচে একটা সময়ে ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন দানিল মেদভেদেভ। সেই জায়গা থেকেও অনবদ্য কামব্যাকে তাঁকে হারিয়ে দিলেন থিয়াগো। খেলার ফল দানিল মেদভেদেভের বিরুদ্ধে ৬-৭, ৭-৬, ৬-২, ৩-৬, ৪-৬। ফরাসি ওপেনের ইউটিউব চ্যানেলের তরফে এই ম্যাচের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। যে ফুটেজ কার্যত স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বের টেনিস ভক্তদের। উল্লেখ্য ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে এতবড় অঘটন ঘটল প্রায় ২৩ বছর পরে।
এর আগে ২০০০ সালে তৎকালীন দ্বিতীয় বাছাই আমেরিকান কিংবদন্তি পিট সাম্প্রাস ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছিলেন। ওই ঘটনার ২৩ বছর বাদে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন দানিল মেদভেদেভ। এদিন প্রথম সেট হারের পর টানা দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে উঠতে পারলেন না কোয়ালিফায়ার থেকে উঠে আসা থিয়াগো সেইবোচ ওয়াইল্ডেরর সামনে। ফলে দ্বিতীয় বাছাই তারকাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে গেলে ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।
রোলাঁ গাঁরোয় মঙ্গলবার ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারান ২৩ বছর বয়সি ওয়াইল্ড। ফলে ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেলেন ২৭ বছর বয়সি মেদভেদেভ। ফরাসি ওপেনের আগেই তিনি জিতেছিলেন রোম ওপেনের শিরোপা। কিন্তু ফরাসি ওপেনে শেষ রক্ষা করতে পারলেন না ২০২১ সালের ইউএস ওপেন জয়ী তারকা। অন্যদিকে ওয়াইল্ড এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে উঠলেন। এই জয়ের পরে তিনি জানিয়েছেন, ‘আমি জুনিয়ার পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই ক্লে কোর্টে তাঁকে হারিয়ে যেন আমার স্বপ্ন সত্যি হল।’



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
শিক্ষক রবিউলের বিরুদ্ধে এবার দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
চালপড়া খাওয়ানোর কথা বলে পরিবহন চালককে হত্যার চেষ্টা
যুবককে পিলারে বেঁধে মারপিট বাবা-ছেলে আটক
দেয়াড়ায় বিএনপির যৌথসভা
দেয়াড়ায় বিএনপির যৌথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft