প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৭:৪৫ পিএম |

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার চম্পাপুর ইউনিয়নে ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানকালে নবম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়হান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ওই যুবককে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর সাথে রায়হানের পূর্ব পরিচয় ছিল। গত ২৮ মে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন রায়হান ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে যায়। পরে সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে অপর দুই অভিযুক্তের সহযোগিতায় তাকে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে পাশ্ববর্তী লোকজন উদ্ধার করলেও অভিযুক্তরা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আর আসামীদের গ্রেফতারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।