প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৮:০২ পিএম |

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বিকাল ৪টায় পরিষদের সম্মেলন কক্ষে ১ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৭শ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বাজেটে রাজস্ব খাতে আয় ৭৮ লাখ ২১ হাজার ৭৫০ টাকা, উন্নয়ন খাতে আয় ৮৮ লাখ ৯৮ হাজার টাকা সাম্ভাব্য নির্ধারণ করা হয়। বাজেটে ৭ লাখ ২৬ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
এ সময় স্থানীয় নাগরিকদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মতামত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সচিব গৌতম বিশ্বাসের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার সুপার ওলিয়ার রহমান, বারবাজার গোড়ার মসজিদের সভপতি শেখ হাবিবুর রহমান, যুবলীগ নেতা ইমদাদুল হক প্রমুখ।
বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাজেট বাস্তবায়নে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।