প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১১:১৭ পিএম |

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের উ¤ু§ক্ত বাজেট পেশা উপলক্ষে ৩১ মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান, যুগ্ম সম্পাদক মোফাজ্জেল হোসেন, প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, দিপু চাকলাদার, রওশন আলী, বিএম ফিরোজ, আব্দুল মান্নান, মাহবুব হাসান রানু, গোলাম মোস্তফা, আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ১৭১ টাকা আয় ও ১ কেটি ২৯ লাখ ৮০ হাজার ৯৪৫ টাকা ব্যয় ধরে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব এস এম রেয়াজুল কবীর।