বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ বিনোদন
কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন আজ
বিনোদন প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১০:০৭ এএম |
সঙ্গীত ক্যারিয়ারের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। তিনি অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান শ্রোতাদের উপহার দিয়েছেন। আজ সেই চিরসবুজ গায়কের জন্মদিন। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তোমরা একতারা বাজাইও না’, ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’, ‘জন্মিলে মরিতে হবে’, ‘কিছুই নাকি দেইনি তোমায়’, ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘যারে ঘর দিলা সংসার দিলা রে’, ‘একটা চাঁদ ছাড়া’ প্রভৃতি।
কুমার বিশ্বজিৎ ১ জুন ১৯৬৩ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম জেলায় তার শৈশব অতিবাহিত করেছেন। ছোট বেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল কুমার বিশ্বজিতের। সেই আগ্রহটাকে স্বপ্ন-সাধনা বানিয়ে নেমে যান সঙ্গীত যুদ্ধে। যা তাকে এনে দিয়েছে দেশজোড়া খ্যাতি।
১৯৭৭ সালে একটি রেডিও অনুষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে সুরের ভুবনে পা রাখেন কুমার বিশ্বজিৎ। এরপর তিনি 'রিদম ৭৭' নামে একটি ব্যান্ডে দুই বছর গান করেন। তারপর ১৯৭৯ সালে নিজেই 'ফিলিংস' নামে একটি ব্যান্ড গঠন করেন। বাংলাদেশ টেলিভিশনে কুমার বিশ্বজিৎ প্রথম গান করেছিলেন ১৯৮০ সালে।
সিনেমা ও অডিও দুই মাধ্যমেই সফলতা পেয়েছেন কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এছাড়া বহু মিক্সড অ্যালবাম ও সিনেমায় গান করেছেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে কুমার বিশ্বজিৎ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
 সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
দেয়াড়ায় বিএনপির যৌথসভা
২৯ বছর পর আদম ব্যবসায়ী আনিসের ১৩ বছরের কারাদণ্ড
বৃষ্টিতে পন্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
মা ও নবজাতকের পথ দু’টি দিকে গেছে বেঁকে
রিকশা চালক আব্দুর রহমানকে সহযোগিতার আবেদন
বঙ্গমাতায় বসতপুর বঙ্গবন্ধুতে ধোপাদী স্কুল চ্যাম্পিয়ন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft