বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ তথ্য ও প্রযুক্তি
রয়েল এনফিল্ড বাইক এত জনপ্রিয় কেন?
কাগজ ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১০:৪৮ এএম |
রয়েল এনফিল্ড মোটরসাইকেলের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। এটি এমন এক ব্র্যান্ড যা মোটরসাইকেল প্রেমীদের কাছে খুবই পছন্দের।
পৃথিবীর সবথেকে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ডের একটি রয়েল এনফিল্ড। রয়েল এনফিল্ডের মোটরবাইকগুলো সবথেকে বেশি বিক্রি হয়। ক্ল্যাসিক মোটরসাইকেল ছাড়াও তারা তৈরি করে থাকে অফ-রোড, ও অ্যাডভেঞ্চার ধরনের মোটরসাইকেল।
যে কোনো মোটরসাইকেল প্রেমীর কাছেই একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহার করা স্বপ্নের মতো। রয়্যাল এনফিল্ডের এই জনপ্রিয়তা একদিনে তৈরি হয়নি।
বর্তমানে জনপ্রিয় এই ব্র্যান্ডের চারটি মডেল চাহিদার তুঙ্গে রয়েছে। জানুন রয়েল এনফিল্ডের জনপ্রিয় চারটি মডেল সম্পর্কে।
রয়েল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০
এই বাইকের ৩ ভেরিয়েন্ট পাওয়া যায়। এগুলো হলো- অ্যাস্ট্রাল, ইন্টারস্টেলার এবং সেলেস্টিয়াল। এই মোটরসাইকেলে রয়েছে ৬৫০ সিসির ইঞ্জিন, দুই চাকাতেই ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস), এলইডি টেল লাইট ও হেডলাইট, ডিজিটাল এবং অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল।
রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০
রয়েল এনফিল্ড ক্লাসিকের রেডিচ, সিগন্যাল, ম্যাট,ক্রোম এবং হ্যালক্যন ড্রাম ও ডিস্ক ভেরিয়েন্ট বাজারে বিক্রি হয়। এই মডেলটি সবচেয়ে জনপ্রিয়। এর দাম ভারতে ২ লাখ রুপি।
এই বাইকে রয়েছে ৩৫০ সিসির ইঞ্জিন। এতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। রয়েছে ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল, হ্যালোজেন বাল্ব হেডলাইট, হ্যালোজেন টেল লাইট ও হ্যালোজেন টার্ন সিগন্যাল।
রয়েল এনফিল্ড হান্টার ৩৫০
রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের দুইটি ভার্সন ভারতে পাওয়া যায়। একটি ড্যাপার এবং আরেকটি রেবেল। উল্লেখ্য এটি এবং ক্লাসিক ছিল সংস্থার সবচেয়ে সস্তা বাইক। কিন্তু সম্প্রতি হান্টারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বাইকে রয়েছে ৩৪৮ সিসির ইঞ্জিন। সঙ্গে আছে ৫ স্পিড গিয়ার। দুই চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস), ইউএসবি চার্জিং পোর্ট, অ্যানালগ ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, হ্যালোজেন হেডলাইট এবং এলইডি টেল লাইট।
রয়েল এনফিল্ড হিমালয়ান
রয়েল এনফিল্ডের অ্যাডভেঞ্চার ও স্ক্র্যাম্বলার বাইক হিমালয়ান। এই বাইকে আছে ৪১১ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই ইঞ্জিনের শক্তি ছড়িয়ে দিতে ৫ স্পিড গিয়ার দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য দুই চাকায়ই ডিস্ক ব্রেকসহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
২৯ বছর পর আদম ব্যবসায়ী আনিসের ১৩ বছরের কারাদণ্ড
বৃষ্টিতে পন্ড বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
মা ও নবজাতকের পথ দু’টি দিকে গেছে বেঁকে
রিকশা চালক আব্দুর রহমানকে সহযোগিতার আবেদন
বঙ্গমাতায় বসতপুর বঙ্গবন্ধুতে ধোপাদী স্কুল চ্যাম্পিয়ন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft