প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৩:৪৭ পিএম |

নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ আজিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১জুন ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ০২ নং চানন্দী ইউনিয়েনর ০১নং ওয়ার্ডের দরবেশ বাজার এলাকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আজিম উদ্দিন উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের শান্তিপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান সংবাদ পেয়ে মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) গিয়াস উদ্দিন ভূইঁয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়েছেন।
আজ সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে হাতিয়া উপজেলার ০২নং চানন্দী ইউপিস্থ ০১নং ওয়ার্ডের, দরবেশ বাজার এলাকায় পাকা রাস্তার ওপর, একটি পাওয়ারট্রিলার ও একটি মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটেরসাইকেল আরোহী মোঃ আজিম এর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘাতক পাওয়ারট্রিলারটি আটক করা হয়েছে।