প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৯:১৩ পিএম |

যশোরে নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির অনুদানের ৫০ হাজার টাকা হজম করে দিয়েছেন এক প্রতারক। এক্ষেত্রে তিনি স্বাক্ষরও জাল করেছেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের বেজপাড়া গুলগোল্লার মোড়ে। ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ ফাজালের মৃত্যুর পরও ওই টাকা তার পরিবারকে ফেরত দেননি পারভেজ নামের ওই প্রতারক। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো ফল পায়নি ভুক্তভোগী পরিবার। বর্তমানে অসহায় পরিবারটি এই টাকা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছে।
সরেজমিনে গিয়ে মৃত ফাজালের স্ত্রীর সাথে কথা বললে তিনি জানান, ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসার খরচ টানতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। এর মধ্যে ফাজাল সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন। গত ১৭ এপ্রিল সমাজসেবা অফিস থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। যা ওই এলাকার পারভেজ নামের এক যুবকের সাথে তার ছোট ছেলে গিয়ে নিয়ে আসে। ওইদিনই বিভিন্ন কৌশলে চেকটি নিজের কাছে রেখে দেয় পারভেজ। পরের দিন ১৮ এপ্রিল তার স্বামী মারা যান। স্বামীকে হারিয়ে তারা সেসময় দিশেহারা হয়ে পড়েন। ১৯ এপ্রিল পারভেজ ওরফে সৌদি পারভেজ নিজের স্ত্রীকে ফাজালের স্ত্রী দুলারী সাজিয়ে জাল স্বাক্ষর করে ওই টাকা আত্মসাৎ করেন। পরে ওই চেক ফেরত চাইলে আজ না কাল বলে ঘুরাতে থাকেন। গত ২৯ মে ওই টাকা ফেরত দিতে বললে নানা ধরনের হুমকি ধামকি দেয়। একপর্যায়ে টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। বাধ্য হয়ে ওইদিনই তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
মৃত ফাজালের মেয়ে বলেন, তার বাবাকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। যার বেশিরভাগই ধার দেনা করে। এছাড়া, তার একটি ছোট ভাই রয়েছে। ফলে, ওই ৫০ হাজার টাকা ফেরত পেলে তাদের সংসারের জন্য অনেক উপকার হবে।
এ বিষয়ে জানতে পারভেজের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি থেকে ওই অনুদানের ৫০ হাজার টাকা পাইয়ে দিয়েছেন। টাকা তার কাছেই রয়েছে। ওই টাকা পাইয়ে দিলে তার ২০ হাজার টাকার একটি মোবাইল ফোন কিনে দেয়ার কথা ছিল। ২০ হাজার টাকা রেখে বাকি ৩০ হাজার টাকা শিগগির ফেরত দিবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সালাউদ্দিন বলেন, দু’ পক্ষকে ডাকা হয়। অভিযোগকারী আসলেও আসেননি পারভেজ। সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু বলেন, পারভেজের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তাকে বেশ কয়েকবার টাকা ফেরত দেয়ার অনুরোধ জানানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পারভেজ কারও কথাই মানছেন না। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মি.বাবলু।
এদিকে, স্থানীয় একটি সূত্র জানায় পারভেজ এলাকায় প্রচার করছেন প্রশাসন বলেছে তা কি হয়েছে। আদালতে মামলা করেও তার কাছথেকে টাকা আদায় করতে পারবেনা। পত্রিকায় লেখা লেখি হলে তার আরও প্রচারণা বাড়বে বলে তিনি মন্তব্য করে বেরাচ্ছেন।