প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৯:৩৫ পিএম |

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মার্ট স্কুল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৩ জুন সকালে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক তাপস সরকারের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি ও বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবার রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়কে পাইলটিং স্মার্ট স্কুল ঘোষণা করেন। এ সময় তিনি ওই বিদ্যালয়ের ই-সেবা কেন্দ্র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম আলমগীর, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাফফর হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগ সভাপতি গোলাম রসূল, বারবাজার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আহাদুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই বিদ্যালয়ে বিশ্বমানের পাঠদানের ক্ষেত্রে একটি শিক্ষাবান্ধব স্মার্ট শ্রেণি কক্ষ করা হয়েছে, যেখানে একটি প্রটেকটর একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি স্মার্ট এডুকেশন ওয়াল, স্মার্ট এডুকেশন থিম, মাধ্যমিক শিক্ষার দলনেতাদের নাম সম্বলিত পোস্টার, দলীয় চেতনা ফ্রেম করে শ্রেণি কক্ষের দেয়ালে টাঙানো হয়েছে।
এসব প্রকল্প গ্রহণের পর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অধিক প্রেরণার সৃষ্টি হয়েছে। তারা নেতৃত্ব দানের ক্ষমতা ও নিয়মিত ইংরেজিতে কথা বলার ক্ষমতা অর্জন, আইসিটি ব্যবহার করার ক্ষমতা অর্জন করছে ও বিজ্ঞান মনোভাব সৃষ্টি হচ্ছে। শিখনের এই ধরনের সকল বিষয়ের কার্যক্রম অব্যাহত থাকায় হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয় আজ পাইলটিং স্মার্ট স্কুল অর্জনে সক্ষম হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সে শিক্ষানীতি অনুযায়ী, আজ গ্রামবাংলার স্কুলগুলোয়ও শিক্ষার্থীরা ল্যাপটপ, মাল্টিমিডিয়া পাচ্ছে।