প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১০:১৬ পিএম |

যশোর-৪ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বহুলাংশে বাড়ানো হয়েছে।
শনিবার বিকেলে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওহেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আতিয়ার রহমান খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য ইমরান হোসেন এবং সংরক্ষিত ইউপি সদস্য ফরিদা বাবর।