প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ৮:০১ পিএম |

যশোরের বাঘারপাড়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন শাহাদাত হোসেন। ৩ মে রাতে তিনি নতুন এ কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি যশোরের শার্শা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গায় জন্ম ও বেড়ে ওঠা শাহাদাত হোসেন ১৯৮৯ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার চাকরি জীবন শুরু খুলনা মেট্রোপলিটন পুলিশে।
নবাগত ওসি শাহাদাত হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকমুক্ত বাঘারপাড়া উপজেলা গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন।
এদিকে সদ্য বিদায়ী বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিনকে নৌপুলিশের হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। তিনি ২০২০ সালের ২২ ডিসেম্বর বাঘারপাড়া থানায় যোগদান করেছিলেন।