প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১১:০০ পিএম |

সৎ মাকে মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড়ের বকুল বেগম বাদী হয়ে এ মামলা করেন। বাদী মামলায় উল্লেখ করেন, দুই যুগ ধরে তার স্বামী আব্দুস সবুর বিশ্বাস মালয়েশিয়ায় চাকরি করেন। আব্দুস সবুরের প্রথম স্ত্রী ঝিকরগাছা উপজেলার মাঠশিয়া গ্রামে বসবাস করেন। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত ২০২২ সালের ২২ অক্টোবর তার স্ত্রীকে তালাক প্রদান করেন। এরপর থেকে সতীনের ছেলে আহসান বেপরোয়া হয়ে ওঠে। তাদের মারপিট করাসহ খুন জখমের হুমকি দিয়ে আসছিল।
মামলায় আরও উল্লেখ করা হয়, বাদীকে তার স্বামী ১০ লাখ টাকার একটি প্রাইভেটকার কিনে দিয়েছেন। আহসান জানতে পেরে তা ফেরত নিতে মরিয়া হয়ে ওঠে। তারই জের ধরে গত ৫ মে বিকেল সাড়ে তিনটার দিকে আহসান ও তার সহযোগি অজ্ঞাতা আরো ৩/৪জন বাদীর যশোর শহরের শংকরপুরের বাড়িতে আসে। এসময় আহসানের পিতার দেয়া প্রাইভেটকারটি নিয়ে যেতে চায়। তাকে দিতে রাজি না হলে গালিগালাজ ও মারপিট করে। পাশাপাশি ঘরে থাকা ৮০ হাজার টাকা আসবাবপত্র ভাংচুর করে এবং ওই প্রাইভেটকার ভাংচুর করে আরো দুই লাখ টাকার ক্ষতি করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।