বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পরিবেশ বান্ধব উদ্যোগ
সড়কে দু’হাজার মেহগনি গাছ লাগিয়েছেন সাংবাদিক আব্দুর রহমান
মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:০৮ পিএম |
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর-ফতেপুর বাইপাস সড়কের দুই ধারে সারি সারি দাঁড়িয়ে আছে দুই হাজার মেহগনি গাছ। প্রায় দুই কিলোমিটার রাস্তার ধারে লাগানো গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারীদের ছায়া দিয়ে রাখে। ২০১৮ সালে এ রাস্তার দু’পাশে গাছগুলো লাগিয়েছেন মহেশপুরের সাংবাদিক ও মানবাধিকার কর্মী আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান। লাগানো গাছগুলো বয়স এখন চার বছরেরও বেশি। প্রায় সব গাছ বেঁচে আছে। রাস্তার ধারে গাছ লাগিয়ে ভূয়সী প্রশংসা ও আলোচনায় এসেছেন মানবাধিকার কর্মী আব্দুর রহমান।  
তিনি পরিবেশের দায়িত্ব পালনে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের সাথে কাজ করেছেন। মহেশপুর উপজেলার বারো মেসে ব্রীজ থেকে বজরাপুর পর্যন্ত মেইন রাস্তার দুই ধারের গাছ, খালিশপুরের গোয়ালহুদা থেকে ফতেপুর বকনদিয়া, হাসাদহ-মহেশপুর সড়কের একতারপুর থেকে বেগমপুর পর্যন্ত ও মহেশপুর-চৌগাছা সড়কের বেলেমাঠ বাজার থেকে নওদাগ্রাম মেইন সড়কের দুই ধারে সামাজিক বনায়ন তৈরিতে যে গাছ লাগানো হয়েছিল সেই গাছ পরিচর্চা ও রক্ষাণাবেক্ষণ করেছেন আব্দুর রহমান। 
আব্দুর রহমান বলেন, পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব বোধ থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তায় ২ হাজার মেহগনি গাছ লাগিয়েছি। সবুজে ঝলমল গাছগুলো ইতোমধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারীদের ছায়া দিচ্ছে। জীবনের বেশিভাগ সময় বৃক্ষরোপণের সাথে নিজেকে জড়িয়ে পরিবেশের প্রতি নিজের দায়িত্ব পালন করেছি।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
রিকশা চালক আব্দুর রহমানকে সহযোগিতার আবেদন
বঙ্গমাতায় বসতপুর বঙ্গবন্ধুতে ধোপাদী স্কুল চ্যাম্পিয়ন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বরিশাল বিএনপি, দলীয় রোড মার্চ কর্মসূচিতে সংঘর্ষের শঙ্কা
বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft