প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:২৪ পিএম |

যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হলরুমে আগামী ১৭ জুলাই এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ৯ জন প্রার্থীর নাম বাছাই করা হয়। এ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন।

ইউনিয়ন সাধারণ সম্পাদক রিপন কুমার ধরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহম্মেদ খান, মিকাইল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাই প্রস্তাব, সমর্থক ও আলোচনার মধ্য দিয়ে উপজেলা নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় প্রার্থী হিসেবে ৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান জানান।

দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাস্টার রিপন কুমার ধর, সহ-সভাপতি মাস্টার ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুকুল, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাজাহান কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এরশাদ আলী , আইন বিষয়ক সম্পাদক মহাসিন কবির, মহিলা প্রার্থী নারী নেত্রী তহমিনা খাতুন ও শাহানাজ পারভীন।