বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ বিনোদন
অভিনেতা মুকেশ ভাটের জন্মদিন আজ
বিনোদন প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৩:০১ পিএম |
ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতা মুকেশ ভাটের জন্মদিন আজ। তিনি মহেশ ভাটের ছোট ভাই এবং পূজা ভাট, রাহুল ভাট, শাহিন ভাট ও আলিয়া ভাটের চাচা। তিনি ৫ জুন, ১৯৫২ সালে বোম্বে শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা নানাভাই ভাট ছিলেন একজন গুজরাতি ব্রাহ্মণ এবং মাতা শিরিন মোহাম্মদ আলী ছিলেন গুজরাতি মুসলমান। মুকেশ নীলিমা ভাটকে বিয়ে করেন। তাদের এক কন্যা সাক্ষী ও এক পুত্র বিশেষ ভাট।
১৯৮৬ সালে তার ভাই মহেশের সাথে মুকেশ যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় তার পুত্র বিশেষ ভাটের নামানুসারে। তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র জুর্ম (১৯৯০)। বিনোদ খান্না অভিনীত চলচ্চিত্রটি সফলতা পায়নি। তিনি পরে গুলশান কুমারের সাথে যৌথভাবে প্রণয়ধর্মী আশিকি (১৯৯০) চলচ্চিত্র প্রযোজনা করেন। তার ভাই মহেশ ভাট পরিচালিত এবং অভিনয়শিল্পী রাহুল রায় ও অনু আগরওয়াল অভিনীত চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। আশিকি পরবর্তী বিশেষ ফিল্মসের ব্যানারে তার প্রযোজিত দিল হ্যায় কে মানতা নহি (১৯৯১) ও সড়ক (১৯৯১) চলচ্চিত্র দুটিও ব্যাপক সফলতা লাভ করে। এই দুটি চলচ্চিত্রে তার ভাইজি পূজা ভাট আমির খান ও সঞ্জয় দত্তের বিপরীতে অভিনয় করেন।
২০০৮ সালে, নবাগত কুনাল দেশমুখ পরিচালিত মুকেশ ভাটের জান্নাত, প্রথম ৬ মাসের মধ্যে সবচেয়ে বড় হিট ছিল।
মুকেশের মতে, যুগের সঙ্গে সঙ্গে ছবি তৈরির ধরন বদলাচ্ছে না বলেই বলিউডের এই হাল। তাঁর কথায়, ‘‘এখানে ছবি তৈরি হয়, না বেচার পণ্য? কেউ আর এখন ছবি বানাচ্ছেন না। ভাল বিক্রি হবে কোনটা, তা-ই বানানোর দৌড়ে শামিল সবাই। এ ভাবে উৎকৃষ্ট মানের কাজ করা যায় বলে মনে হয় না।’’ প্রযোজকের দাবি, যে গল্প আকৃষ্ট করছে, তা নিয়েই ছবি তৈরি হতে পারে। ভাবনার এই সততাটুকু হারিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বরিশাল বিএনপি, দলীয় রোড মার্চ কর্মসূচিতে সংঘর্ষের শঙ্কা
বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর আটক
২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা
বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft