প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ২:২৫ পিএম |

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জেতা লেস্টার সিটি রেলিগেটেড হয়ে গেছে এবার। আগামী মৌসুমে তাদের খেলতে হবে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে। প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়ার পর ক্লাবটির সাত ফুটবলার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্লাব ছাড়তে যাওয়া ফুটবলাররা হচ্ছেন- ইয়োরি টিলেমান্স, কাগলার সায়য়ানচু, দানিয়েল আমার্তে, নামপালিস মেন্ডি, রায়ান বার্ট্রান্ড, আয়োজ পেরেজ ও লেমোস মার্টিন্স। এদের সবার সঙ্গে লেস্টারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই।
এক বিবৃতিতে লেস্টার তাদের ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছে। ধন্যবাদ জানিয়েছে ক্লাবে তাদের অবদানের জন্য। সেই সঙ্গে আগামীর জন্য জানিয়েছে শুভকামনা।
তবে অধিনায়ক জনি ইভান্সকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী ক্লাবটি। যদিও তার সঙ্গেও জুনেই শেষ হয়ে যাচ্ছে চুক্তির মেয়াদ।
লেস্টার এবার ১৮তম স্থানে থেকে লিগ শেষ করায় অবনমিত হয়। তাদের সঙ্গে দ্বিতীয় স্তরে নেমে গেছে লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন।