প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:৩৯ পিএম |

যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব। এ জয়ের ফলে তারা পৌঁছে গেছে ফাইনালে। আগামী বৃহস্পতিবার তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের বিপক্ষে। মঙ্গলবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে চৌগাছার দলটির কাছে আট উইকেটে পরাজিত হয়েছে মুরাদ স্মৃতি সংঘ।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধরিত ২৫ ওভারের এ ম্যাচে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করেন মুরাদ স্মৃতি। পরে জবাব দিতে নেমে ১৯ ওভার চার বল শেষে আট উইকেট হাতে রেখে জয় পায় চৌগাছা ক্রিকেট ক্লাব।
এ ম্যাচের উল্লেখযোগ্য দিক ছিল মুরাদ স্মৃতির মাহমুদ পারভেজের অর্ধশতক রান সংগ্রহ। তিনি শেষ পর্যন্ত ৩৭ বলে সাতটি চার ও চারটি ছয়ে ৬২ রান করেন। এছাড়া অলরাউন্ডার নৈপূণ্য দেখিয়েছেন চৌগাছা ক্রিকেট ক্লাবের লিমন। তিনি ৫১ বলে চারটি চার ও ছয়ে করেছেন ৫৭ রান। ২৩ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট। একই দলের সিন তিন রানের জন্য ও সোহাগ চার রানের জন্য অর্ধশতক রান থেকে বঞ্চিত হয়েছেন। সোহাগ ছিলেন অপরাজিত।
মুরাদ স্মৃতির আশিকুজ্জামান ৩০ বলে চারটি চার ও একটি ছয়ে ৩০, মাহমুদ পারভেজ ৩৭ বলে সাতটি চার ও চারটি ছয়ে ৬২ ও আসিফ মাহমুদ ২৯ রান করেন।
বল হাতে চৌগাছার লিমন ২৩ রানে তিনটি, এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সিন, টুটুল ও পার্বন।
চৌগাছা ক্রিকেট ক্লাবের সিন ৪৪ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ৪৭, লিমন ৫১ বলে চারটি চার ও ছয়ে ৫৭, সোহেল বাউল সাত বলে একটি চার ও ছয়ে ১২ ও সোহাগ ১৮ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ে অপরাজিত ৪৬ রান করেন।
বল হাতে মুরাদ স্মৃতির আবু হুরাইরা ৪৬ রানে নিয়েছে দু’টি উইকেট।