প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ২:৩৫ পিএম |

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও কমেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক উদ্বেগ অধিক গভীর হয়েছে। এতে জ্বালানি পণ্যটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সম্প্রতি তেলের উত্তোলন আরও কমানোর ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ রপ্তানিকারক সৌদি আরব। তাতে জ্বালানি পণ্যটির দাম বেড়ে যায়। সেখান থেকে কমতে শুরু করেছে।
বুধবার (৭ জুন) কার্যদিবসের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দরপতন ঘটেছে ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭৫ ডলার ৮৯ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সরবরাহ মূল্য নি¤œমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৩৯ সেন্টে।
গত সোমবার উভয় বেঞ্চমার্কের দর ১ ডলার বৃদ্ধি পেয়েছিল। গত মে মাসে প্রতিদিন ১০ মিলিয়ন ব্যারেল করে তেল উত্তোলন করে সৌদি। তবে আগামী জুলাই থেকে ১ মিলিয়ন কম উৎপাদন করার ঘোষণা দেয় দেশটি। এতে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে ফিলিপ নোভার এক বিশ্লেষক বলেন, তেলের দাম ঊর্ধ্বমুখী রাখতে না চেষ্টা চালাচ্ছে উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। তবু কাজ হচ্ছে না। অর্থনৈতিক মন্দার শঙ্কা থেকেই যাচ্ছে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য কমছে।