প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৭:০১ পিএম |

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাকে গ্রেপ্তার দেখান। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামের এক ছাত্রলীগ নেতা।
এরপর গত ২৮ মে চকবাজার থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাকির হোসাইন।