প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ১০:৫৭ পিএম |

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় যশোর সদর উপজেলার মঠবাড়ির একটি বাড়িতে হামলা চালানো হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষে ছাত্রলীগ কর্মী আল আমিন হোসেন পারভেজ অভিযোগটি করেছেন। বিএনপি ও জামায়াত কর্মী উল্লেখ করে একই এলাকার তফজেল পক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মঠবাড়ি গ্রামের মৃত শুকুর আলীর ৪ ছেলে তফজেল, হাফিজুর, বাবু ও মফিজুর সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। গ্রামের আমিরুল ইসলাম টুকুর ছেলে ছাত্রলীগ কর্মী আল আমিন হোসেন পারভেজকে শুনিয়ে শুনিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটুক্তি করেন তারা। বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত ওই পক্ষের এরকম কর্মকান্ডের প্রতিবাদ করায় গত ৫ জুন আল আমিন পারভেজের উপর হামলা করেন তারা। এসময় আল আমিনের বাবা আমিরুল ইসলাম টুকু, তা মা নাসারিন বেগম ছুটে আসলে তাদের উপরও হামলা করে তফজেল চক্র। এসময় ড্রয়ার থেকে ২২ হাজার তিনশ’ টাকা ও আল আমিনের পকেটে থাকা ৫ হাজার সাতশ’ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ব্যাপারে বুধবার থানায় অভিযোগ করেন আল আমিন।
যশোর কোতয়ালি থানার ডিউটি অফিসার শিল্পী নন্দি জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।