বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
আলমডাঙ্গায় শিক্ষককে মারপিটের দায়ে সাবেক পৌর কাউন্সিলর আটক
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ১১:০৪ পিএম |
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলে বিলম্ব করে আসায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। বুধবার বেলা ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে সাবেক মহিলা কাউন্সিলর সামসাদ রানু তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের দায়েরকৃত মামলায় সন্ধ্যায় সামসাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
স্কুল সূত্রে জানা যায়, আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও কৃষক লীগের পৌর নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবি তার সপ্তম শ্রণিতে পড়া ছেলেকে নিয়ে সকাল ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে আসেন। ছেলের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা কীভাবে, পদ্ধতিই বা কী এবং ছেলেরা আর কতক্ষণ এভাবে রোদে অপেক্ষা করবেন জানতে প্রধান শিক্ষকের আসার প্রতীক্ষা করছিলেন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বিদ্যালয়ে আসলে সামসাদ রানু তাকে ধাক্কাতে ধাক্কাতে টিচারদের রুমে নিয়ে যান। বিদ্যালয়ে কেনো দেরি করে এসেছেন জানতে চেয়ে তাকে চড় থাপ্পড় মারেন। সে সময় সেখানে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন মহিলা কাউন্সিলরকে নিবৃত্ত করার চেষ্টা করতে থাকেন। 
এদিকে, ঘটনার কিছু সময় পর বিদ্যালয় ছুটি হলে প্রধান শিক্ষক বিদ্যালয় ছেড়ে বাড়ি চলে যান। পরে সহকারী শিক্ষকরা এ বিষয়ে বিদ্যালয়ে বৈঠকে বসেন।
এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন জানান, কিছু বুঝে উঠার আগেই পৌর সভার সাবেক কাউন্সিলর প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। আমি এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছি। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আমাকে ডেকেছেন। আমি স্যারের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’  
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, ‘শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি ফৌজদারী অপরাধ। এটা অত্যন্ত নিন্দনীয়। প্রধান শিক্ষকের সাথে পরামর্শ করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এদিকে, সন্ধ্যায় প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সামসাদ রানু ওরফে রাঙা ভাবিকে প্রেপ্তার করেছে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
উপশহরে আ’লীগের লিফলেট বিতরণ
রায়পাড়ায় চার জুয়াড়ি ছেড়ে দেয়ার সংবাদে তোলপাড়
নীতিকতা শুদু চুপায়!
যশোর থেকে দেশকে মেধাবী মুখ উপহার দিতে হবে : ডিসি
মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও দু’জনের ১০ বছর করে কারাদন্ড
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
যশোরে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
বাবা নয়, সন্তান বুদ্ধিমান হয় মায়ের কারণেই!
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft