
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম হুমায়ুন কবির কবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, জেলা যুবলীগের সদস্য শামীম জাকারিয়া, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কাসেম।

এদিকে, বিকেলে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সহসভাপতি এসএম রবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর আজাদ ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ।