প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ১১:১৬ পিএম |

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রচারণায় যোগ দিলেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ডাক্তার কামরুল হাসান মিলন। বক্তব্য রাখেন স্বাচিপের কেন্দ্রীয় নেতা যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেকের ছেলে ডাক্তার হুমায়ুন কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্পাদক মেহেদী হাসান। সভাপতিত্ব করেন ডাক্তার মাসুম আক্তার।
এদিকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর বিমান বন্দরে এসে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলা স্বাচিপ নেতৃবৃন্দ।