প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ১১:২৬ পিএম |

যশোরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ চার যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাত প্ৗেনে ১০টার দিকে শহরের আনসার ক্যাম্প এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, বেজপাড়া কবরস্থান রোডের সাইফুল ইসলাম সবুজ, আনসার ক্যাম্পের শরিফুল ইসলাম ওরফে ব্ল্যাক শরিফ, আনসার ক্যাম্পের শান্ত ও রানা ।
কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার জানিয়েছেন,মঙ্গলবার রাতে গোপন সূত্রে জানতে পারেন আনসার ক্যাম্পের পেছনে ব্ল্যাক শরিফের বাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। রাত পৌঁনে ১০টার দিকে সেখানে অভিযান চালালে আসামিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। তখন পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে আসামি সবুজের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। এছাড়া, অন্য আসামিদের কাছ থেকে মোট ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সাইফুল ইসলাম সবুজের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ইতিমধ্যে আটটি মামলা হয়েছে। আসামি ব্ল্যাক শরিফ ও শান্তর বিরুদ্ধে একটি করে এবং অপর আসামি রানার বিরুদ্ধে কোতোয়ালি ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মোট চারটি মামলা আছে।