প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:২৮ এএম আপডেট: ০৮.০৬.২০২৩ ১২:০৮ পিএম |

বেনাপোলের ছোট আচড়ায় একটি ভবনে ভয়াবহ বিষ্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় ভবনটির দেয়াল ধসে পড়েছে। বৃহস্পতিবার ভোর রাতে আলিফ ট্রান্সপোর্টে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, ককটেল বিষ্ফোরণের ফলে এই দূর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামাদি (জালের কাটি, ও সুতা) উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, লিটন নামে এক ব্যক্তি ঘরটি ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসা করতেন। সেখানে আলিফ ট্রান্সপোর্ট এর অফিসের পাশাপাশি শোলার ব্যবসাও করতেন তিনি। লিটন হোসেন ওরফে শোলা লিটন সন্ত্রাসী প্রকৃতির। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান

অব্যাহত রয়েছে।
বেনাপোল বন্দর সংলগ্ন ছোঁটআচড়া মোড়ের একটি মার্কেট ভবনের তালাবদ্ধ দোকানের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ওই ককটেল বিস্ফোরণে দোকানের শার্টার ও দেওয়াল ভেঙ্গে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের ভেতরে থাকা লোহার টুকরা ও জালের কাঠিসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ওই ঘরটিতে আগুন ধরে যায়। প্রায় ৪০ মিনিট চেস্টা চালিয়ে তারা

আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বিস্ফোরণ হওয়া দোকানটি আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়।
মার্কেট ভবনের মালিক হাবিবুর রহমান হবি সরদার ও স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, হটাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। বাইরে বেরিয়ে আলিফ ট্রান্সপোর্টের ওই ঘরে আগুন জ্বলতে দেখেন। পরে তারা ফারার সার্ভিসে খবর দেন।