বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ সম্পাদকীয়
লোডশেডিং ও মূল্যস্ফীতি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১:৫৪ এএম |
বিদ্যুতের লোডশেডিং এবং উচ্চ মূল্যস্ফীতি দুটোই অসহনীয়’ মন্তব্য করে এ দুই কষ্ট প্রশমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্ট মন্ত্রীদের তিনি এই নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠক হয়। চীন ও ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে হওয়া ঋণ চুক্তি এবং অন্যান্য দেশের সঙ্গে ‘জি টু জি’ ভিত্তিতে নেওয়া প্রকল্পের আওতায় বিদেশি অর্থের ব্যবহার বাড়োতে বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি এবং বিদ্যুতের লোডশেডিং প্রবণতা অসহনীয়।’ দেশের বিস্তীর্ণ এলাকায় তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ চলায় এমনিতেই গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। তার মধ্যে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোড শেডিংয়ের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছে। প্রতিদিন চাহিদের তুলনায় ঘাটতি থাকছে আড়াই হাজার মেগাওয়াটের বেশি। পরিস্থিতি সামাল দিতে অনেক এলাকায় ঘণ্টায় ঘণ্টায় লোড শেড করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে।
এদিকে সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে ক্রমশ বাড়তে থাকা মূল্যস্ফীতির পারদ। মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৯.৯৪ শতাংশ, যা এক যুগের সর্বোচ্চ।
এ বিষয়ে একনেকে আলোচনা হওয়ার কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “উচ্চ মূল্যস্ফীতির বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশে মূল্যস্ফীতি কেন এত বেশি হবে’। তিনি মনে করেন, দেশে কৃষকের কাছ থেকে পণ্য বাজারে যেতেই পণ্য মূল্য অতিরিক্ত বেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে কৃষকের কাছ থেকে বাজারে যেতে যেতে যেভাবে কৃষিপণ্যের মূল্য বাড়ছে, এটা গ্রহণযোগ্য নয়।” এখন আমরা দেখতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা শীর্ষ কর্তৃপক্ষ বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেন।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
উপশহরে আ’লীগের লিফলেট বিতরণ
রায়পাড়ায় চার জুয়াড়ি ছেড়ে দেয়ার সংবাদে তোলপাড়
নীতিকতা শুদু চুপায়!
যশোর থেকে দেশকে মেধাবী মুখ উপহার দিতে হবে : ডিসি
মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও দু’জনের ১০ বছর করে কারাদন্ড
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
যশোরে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
বাবা নয়, সন্তান বুদ্ধিমান হয় মায়ের কারণেই!
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft