প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:১১ পিএম |

যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে দারুণ ব্যাটিং ঝলক দেখিয়েছেন পার্বন। তার অনবদ্য ১২১ রানের কল্যাণে সহজ জয় তুলে নিয়ে চলতি মৌসুমের ট্রফি ঘে তুলেছে চৌগাছা ক্রিকেট ক্লাব। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তাদের কাছে আট উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। এ দু’টি দলকে আগামী মৌসুমে দেখা যাবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের পার্বন।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের এ ম্যাচে আট উইকেট হারিয়ে ২১৩ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট। জয়ের জন্য জবাব দিতে নেমে ১৮ ওভার তিন বল শেষে দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চৌগাছা ক্রিকেট ক্লাব।
এ ম্যাচের উল্লেখযোগ্য দিক ছিল চৌগাছা ক্রিকেট ক্লাবের পার্বনের ৬৩ বলে আটটি চার ও ১২টি ছয়ের মার মেরে অপরাজিত ১২১ রান। এছাড়া একই দলের সোহাগ ৪২ বলে চারটি চার ও সাতটি ছয়ে সংগ্রহ করেন অপরাজিত ৭১ রান। ইয়াং ড্রাগনের জুয়েল ২৮ বলে সাতটি চার ও তিনটি ছয়ে করেছেন অপরাজিত ৫৯ রান। এ অর্থে ফাইনাল ম্যাচে দেখা গেছে একটি শতকের পাশাপাশি দু’টি অর্ধশতক রান।
ইয়াং ড্রাগনের অন্যান্য ব্যাটারদের মধ্যে প্রান্ত ২৬ বলে আটটি চার ও একটি ছয়ে ৪২, দিপু ৪৪ বলে সাতটি চার ও একটি ছয়ে ৪৩, মেহেদী হাসান ১১ বলে দু’টি চারে ১১, মাহাবুব ১৩ বলে একটি চার ও ছয়ে ১২ ও নিপু ১২ বলে তিনটি ছয়ে ২২ রান করেন।
চৌগাছা ক্রিকেট ক্লাবের সিন ৪৭ ও কাজল ১৬ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন টুটুল।
চৌগাছার ব্যাটিং ইনিংসে পার্বনের ৬৩ বলে আটটি চার ও ১২টি ছয়ের মার মেরে অপরাজিত ১২১ রান করেন। এছাড়া একই দলের সোহাগ ৪২ বলে চারটি চার ও সাতটি ছয়ে সংগ্রহ করেন অপরাজিত ৭১ রান।
ইয়াং ড্রাগনের লিমন নিয়েছেন একটি উইকেট।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মকসেদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদার।