প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১:৩৪ পিএম |

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে প্রচার মিছিল করেছেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ‘নৌকা যার, আমরা তার’ স্লোগান নিয়ে বিভিন্ন ইউনিয়নে ‘সরকারের উন্নয়ন প্রচার মিছিল’ করছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে এই প্রচার মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন।
এদিন বিকেলে প্রচার মিছিলটি গদখালী বাজার প্রদক্ষিণ করে ফুল মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। এসময় সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তব্য দেন যশোর জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইমরান রশিদ। এদিন সন্ধ্যায় গদখালী ইউনিয়নের ফতেপুর কাউন্সিল বাজারে আরেকটি প্রচার মিছিল ও পথসভা করেন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল আলম, যুবলীগ নেতা ও কাউন্সিলর নজরুল ইসলাম, কাউন্সিলর মো. তারিকুজ্জামান, উপজেলা যুবলীগ সদস্য জাফিরুল হক, কাউন্সিলর আব্দুল আলিম, কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, কাউন্সিলর আরিফুর রহমান, উপজেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রহিম মৃধা, উপজেলা যুবলীগ নেতা মিঠু বিশ্বাস, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মিজানুর রহমান, সাবেক মেম্বর শামীম হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলীম, শামীম রেজা চঞ্চল, ইউনিয়ন যুবলীগ নেতা আসাদুল ইসলাম মিন্টু, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাভারণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আব্দুল জলিল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক ইব্রাহিম হোসেন, যুবলীগ নেতা শামীম রেজা, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হৃদয়, হান্নান হোসেন, সোহেল আরমান সানী, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন শেখ প্রমূখ।