দিনাজপুরের ৪ উপজেলা নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাটে হিমাগার না থাকায় আম ও আলু চাষিরা হতাশায় ভুগছেন। হিমাগারের অভাবে আম ও আলু কোথাও সংরক্ষণ করে রাখা যায় না। ফলে উৎপাদিত আম ও আলু বাধ্য হয়ে কম দরে বিক্রি করেন এলাকার চাষিরা। ৪ উপজেলায় এখনো কোনো হিমাগার স্থাপন হয়নি। এ অঞ্চলে এ বছর গাছে গাছে দেখা [...]