সময়টা ১৪ই জানুয়ারি ১৭৬১। লাখো সৈনিকের আর্তনাদের সাক্ষী পানিপথ ময়দান আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হলো। ময়দানের এক প্রান্তে অপেক্ষা করছে আফগান শাসক আহমেদ শাহ আবদালী এবং সাথে তার মিত্রপক্ষীয় সেনাদল। অপরপক্ষে মারাঠা শিবিরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। প্রায় দুই মাস ধরে এই ময়দানে অবস্থান করছে এই দুই দল। হাতি, ঘোড়া, পদাতিক সেনা এবং গোলন্দাজ বাহিনী সজ্জিত দুই সেনাদল অপেক্ষা করছিলো তাদের [...]