| শিরোনাম |
❒ পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিং ছবি: গেটি ইমেজেস
ভারিন্দর সিং ঘুমান, ভারতের প্রখ্যাত পাঞ্জাবি অভিনেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডিবিল্ডার, ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি সম্প্রতি সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয় করেছিলেন, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরের ফোর্টিস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
ভারিন্দর সিংয়ের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর জানান। পরবর্তীতে এনডিটিভি শুক্রবার একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত প্রকাশ করে।
ভারিন্দর কেবল একজন অভিনেতা নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডিবিল্ডারও ছিলেন। ২০০৯ সালে তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন এবং একই বছরের ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় রানার-আপ হন।
চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি ‘কাবাডি অনস মোর’-এর মাধ্যমে। পরে তিনি বলিউডেও তার উপস্থিতি জানান দেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায়, যা তাকে নতুন উচ্চতায় পরিচিতি এনে দেয়।