gramerkagoj
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
gramerkagoj

❒ রুমিন ফারহানা

দেশকে অস্থিতিশীল করে কিছু মহল ভারতপন্থী সরকার প্রতিষ্ঠার সুযোগ খুঁজছে
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০৩:১৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-10-10_68e8cb7c408af.jpg

❒ রুমিন ফারহানা ছবি: ফাইল ফটো

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন, যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে যত বেশি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়, বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যায়, অনৈক্য তৈরি করা যায়, তত বেশি সম্ভাবনা তৈরি হবে যে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না। মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না; এর ফলে অনির্বাচিত সরকার আরও শক্তিশালী হতে পারবে, যা ভারতের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ বাড়াবে এবং আওয়ামী লীগের অবস্থানকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শুরুর দিকে তারা ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কী করবে। কিন্তু এই সরকার ও কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রমেই মবের রাজত্বে পরিণত হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্য ও প্রস্থে অনেক বড় হচ্ছে। যারা চায় সত্যিকার অর্থে ভারত সমর্থিত সরকার বাংলাদেশে থাকুক, তারাই এ ধরনের বিভেদ ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

আরও খবর

🔝