gramerkagoj
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
gramerkagoj
গাজায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০৫:৪৪:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-10-10_68e8ebfb9e421.jpg

❒ গাজায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে প্রস্তুত তুরস্কের সেনাবাহিনী ছবি: এএফপি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলে গাজায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে প্রস্তুত রয়েছে তুরস্কের সেনাবাহিনী। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী গাজায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সূত্র বলেন, তুরস্কের সশস্ত্র বাহিনী শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা নিয়ে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত।

সূত্রটি আরও জানায়, তুরস্ক বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে। এ লক্ষ্যে দেশটি মিসরের শার্ম আল শেখ শহরে আলোচনায় অংশ নিতে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকিতে একটি টাস্কফোর্সে অংশ নেবে তুরস্ক। তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

একই দিন রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক ও কাতার মিলে একটি যৌথ দল গঠন করবে। দলটি যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং চুক্তির বাস্তবায়নে সহায়তা করবে।

হাকান ফিদান আরও বলেন, এই দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখবে এবং যুদ্ধবিরতি চুক্তির সংশ্লিষ্ট ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে।

সূত্র : এএফপি।

আরও খবর

🔝