Published : Saturday, 9 January, 2021 at 9:36 PM, Update: 09.01.2021 9:39:04 PM, Count : 212

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর যশোরের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণে ১০ জন উদ্যোক্তা অংশ নেন।
শেখ হাসিনা সফটওয়্যার পার্কের বর্ণ আইটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, আইটির ওপর নির্ভরশীলতা বাড়ানো ও নিজেদের তৈরি পণ্য কীভাবে এক জেলা থেকে অন্য জেলা, জেলা থেকে বিভাগসহ সারাদেশ তথা সারাবিশ্বে নিজেদের তুলে ধরা যায় সেই সব ব্যাপার নিয়ে চর্চা দরকার বলে মন্তব্য করেন তারা। প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার মহিউদ্দিন মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন যশোরের অ্যাম্বাসেডর ইউনুচ আলী, সদস্য রাসেল ইসলাম রাজ, জেসমিন রোজ, ফারহানা আক্তার এবং আনাবিয়া শারিয়ার কথা।