Published : Tuesday, 12 January, 2021 at 9:56 PM, Update: 12.01.2021 9:57:43 PM, Count : 509

যশোর শহরের মুড়লি এলাকার জনি নামে এক যুবককে বেধড়ক মারপিট,জখম ও টাকা ছিনতাই মামলায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মুর্তজাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মুর্তজা একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মর্তুজা চাউলিয়া গ্রামের হাসেম মরজেলের ছেলে। অন্যান্য আসামিরা হলেন, জিরাট গ্রামের আকবরের ছেলে আরমান, কচুয়া ঘাটকান্দা এলাকার রবিউল ইসলামের ছেলে নয়ন, একই এলাকার মোকছেদের ছেলে রানা ও বারান্দি মোল্লাপাড়ার শাহিদ মিয়ার ছেলে আল-আমিন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কাজের সাথে জড়িত। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১৮ অক্টোবর সন্ধার পর রাজারহাট আমিন পেট্রোল পাম্পের পাশে মুড়লি খাঁপাড়া এলাকার জনিকে বেধড়ক মারপিট করে। একইসাথে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত জনির স্ত্রী দোলা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।