Published : Tuesday, 12 January, 2021 at 11:00 PM, Count : 136

কৃষিপণ্য পরিবহনে খুলনা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক সবজী ট্রেন। সবজিসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে এ ট্রেনে রাজধানী ঢাকায় যাবে মাছ-মাংস, মৌসুমি ফলমূল, ফুল ও অন্যান্য পঁচনশীল পণ্যদ্রব্য।
সম্প্রতি রেলওয়ের মহাপরিচালক চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিশাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক সবজি, ফলমূল, ফুল উৎপাদন হয়। এছাড়াও চুয়াডাঙ্গার ব্লাক বেঙ্গল গোট’র মাংস বিখ্যাত। এগুলো যাতে কম খরচে সহজে রাজধানী ঢাকায় পৌঁছাতে পারে এবং উৎপাদনকারী কৃষকরাও যেন ন্যায্য মূল্যে বাজারজাত করতে পারে এজন্য এই বিশেষ ট্রেনটি চালু করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, এটি দীর্ঘদিনের পরিকল্পনা। আপাততঃ যমুনা ব্রীজ হয়ে এটি চলাচল করবে। পরবর্তীতে পদ্মা সেতু চালু হলে তখন পদ্মা সেতু দিয়েও চলবে এই ট্রেন। তখন দর্শনা থেকে এটি অপারেট করা হবে। চাইনীজ একটি কোম্পানী এই লাগেজ ভ্যান তৈরী করবে। এজন্য এ লাগেজ ভ্যানটি কেমন হবে তার বিস্তারিত অংশীজন তথা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মতামত নেয়া হচ্ছে। এটি পুরোপুরি জনকল্যানমুখী হবে। এজেন্ট নিয়োগ করে এ লাগেজ ভ্যানটি চালানো হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।
আমরা আশা করবো কৃষিপণ্য পরিবহনে যে অত্যাধুনিক সবজি ট্রেন চালু হতে যাচ্ছে তা যেন সফল হয়।