Published : Wednesday, 13 January, 2021 at 6:58 PM, Count : 105
যশোরে ‘সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধি অপরিহার্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল’র উদ্যোগে শহরের আরএন রোডের নিজস্ব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনটির চেয়ারম্যান মনোবিজ্ঞানী রওশন আরা জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক কার্তিক চন্দ্র রায় এবং বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক কাজী শওকত শাহী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ ও যুগ্ম সম্পাদক ডাক্তার এসএম রবিউল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আইন দিয়ে অপরাধ দমন সম্ভব না। প্রয়োজন সামাজিক সচেতনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা। এসব কাজে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।