Published : Wednesday, 13 January, 2021 at 7:48 PM, Count : 144

ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল নষ্ট। সংগীতশিল্পী এআর রাব্বির নতুন গানচিত্র ‘নষ্ট’। রণক ইকরামের কথায় গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজনে দীন ইসলাম শারুখ। গানটি উন্মুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।
মাইদুল রাকিবের পরিচালনায় গান-ভিডিওতে মডেল হয়েছেন ফয়সাল হাসান ও সামিহা স্বর্ণালী। এ গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী এআর রাব্বি বলেন, ‘গানটি মূলত তরুণদের টার্গেট করে তৈরি করা। এর টাইটেল ‘নষ্ট’ হলেও এখানে কোনো ভুল বার্তা নেই। মূলত প্রেমে ব্যর্থ তরুণের হতাশার গল্প ফুটে ওঠেছে এই ভিডিওটিতে। ’
ভিডিও নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘আমি আসলে ফিকশনের মানুষ। এই গানটিতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না। ’