Published : Wednesday, 13 January, 2021 at 8:22 PM, Update: 13.01.2021 9:39:52 PM, Count : 149

যশোরের অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের কিশোরী তিশাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মা ও বাবাকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বুধবার তিশার প্রতিবেশী মৃত মুন্তাজ শেখের ছেলে ইকবাল শেখ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগটির তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলেন, মৃত তিশার পিতা নেহাল তরফদার ও মা শিউলি বেগম।
মামলার অভিযোগে জানা গেছে, তিশা অপরিচিত এক ছেলের সাথে প্রেম করে। গত ১৫ নভেম্বর ওই ছেলেকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পলিয়ে যায় সে। রাত ১২টার দিকে কাদিরপাড়া বাজারে পরিচিতজনেরা তিশাকে দেখে ধরে বাড়ি নিয়ে যায়। এরপর আসামিরা তিশাকে ঘরে আটকে রেখে নির্যাতন করে। দীর্ঘ ১৫ দিন আটক থাকার পর গত পহেলা ডিসেম্বর বেলা ১১ টায় তিশাকে ঘর থেকে বের করে বাবা ও মা মারপিট করে। ওই সময় প্রতিবেশীরা তাদের বাড়িতে আসে ভিড় করে। গুরুতর আহত তিশাকে কীটনাশক পান করে আত্মহত্যা করতে বলেন তার বাবা ও মা। এরপর তিশা ঘরে থাকা কীটনাশক পান করে। তখন গুরুতর অসুস্থ তিশাকে তার পিতা ও মা হাসপাতালে নিতে অপারগতা প্রকাশ করে। তিশার অবস্থার অবনতি হওয়ায় প্রতিবেশীরা তাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে মারা যায় তিশা। এ ঘটনায় মামলা করেছেন ইকবাল শেখ।